
পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত চিনিকল শ্যামপুর সুগার মিলস লিমিটেডের সাম্প্রতিক অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির পরিপ্রেক্ষিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, এ বছরের ২১ জুন ডিএসইতে শ্যামপুর সুগার মিলসের শেয়ারদর ছিল ৭৭ টাকা ১০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর বেড়ে ১১৯ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। একইভাবে এ সময়ে কোম্পানিটির শেয়ারের লেনদেনের পরিমাণও বেড়েছে।
সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬১ টাকা ৭৩ পয়সা।