শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মানববন্ধন

বণিক বার্তা ডেস্ক

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শেরপুরে প্রতিবাদী পদযাত্রা ছবি: নিজস্ব আলোকচিত্রী

ঢাকার সাভারে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উত্পল কুমার সরকারকে পিটিয়ে হত্যা, নড়াইলের  মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করাসহ শিক্ষক হত্যা   নির্যাতনের প্রতিবাদে গতকাল বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এসব কর্মসূচি থেকে শিক্ষক হত্যা এবং নির্যাতনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষক সুরক্ষা আইন প্রণয়ন নিহত শিক্ষক উত্পল সরকারের পরিবারকে সর্বোচ্চ আর্থিক সহযোগিতা প্রদানে সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর

সিরাজগঞ্জ: গতকাল দুপুরে সিরাজগঞ্জ চৌরাস্তা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।  বাংলাদেশ শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সহসভাপতি সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হালিমের সভাপতিত্বে মানববন্ধন বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সহসভাপতি  সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম, কাজীপুর উপজেলা শিক্ষক সমিতির সহসভাপতি আব্দুল মতিন প্রমুখ।

লক্ষ্মীপুর: জেলার রামগঞ্জ পৌরসভার সামনে গতকাল সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রফিক উল্লা মাস্টারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. তছলিম হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রামগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক পারুক, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, রামগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ মো. নূর উদ্দিন ভূঁইয়া, সাংবাদিক আবু তাহের, নিচহরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. খলিলুর রহমান, আতাকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুল হক  প্রমুখ।

রাজবাড়ী: শিক্ষক নির্যাতন, নিপীড়ন হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের আয়োজনে প্রেস ক্লাবের সামনে  প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সময় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের সহসভাপতি আজিজুল হাসান খোকা, সাবেক সভাপতি ডা. সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইকবাল হাসান, লুত্ফর রহমান লাবু, স্বপন কুমার দাস প্রমুখ বক্তৃতা করেন। শিক্ষকদের ওপর  হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তৃতার ফাঁকে ফাঁকে অনুষ্ঠিত হয় গণসংগীত।

শেরপুর: জেলার ক্ষুব্ধ শিক্ষক সমাজের অংশগ্রহণে প্রতিবাদী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা শহরের নিউ মার্কেট প্রথম গেট থেকে পদযাত্রা বের করা হয়েছে। পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চকবাজারের শহীদ মিনারে গিয়ে শেষ হয়েছে। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

স্থানীয় মডেল গার্লস কলেজের অধ্যক্ষ তপন সারোয়ারের সভাপতিত্বে . সেকান্দর আলী কলেজের সহযোগী অধ্যাপক শওকত হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সামবেশে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, আলিফ উল্লাহ প্রমুখ। 

মৌলভীবাজার: চৌমোহনা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী জেলা সংসদের সভাপতি ডাডলি ডেরিক প্রেন্টিস। সংগঠনের সহসাধারণ সম্পাদক কামরুল হাসান মিজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উদীচী জাতীয় পরিষদ সদস্য মিজানুর রহমান, সিপিবি সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, জেলা বাসদ আহ্বায়ক মইনুর রহমান মগনু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন