তিতাস গ্যাসের পাইপে ফাটল

আড়াইহাজারের শিল্প-কারখানায় এক সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

আদমজী ইপিজেডে তিতাস গ্যাসের পাইপলাইনে ফাটলের কারণে নারায়ণগঞ্জের, আড়াইহাজারে অবস্থিত টেক্সটাইল শিল্প-কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এতে সৃষ্ট মারাত্মক সংকটের বিষয়টি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রাথমিক বস্ত্র শিল্প মালিকদের সংগঠন (বিটিএমএ) গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটা জানায় সংগঠনটি।

জানা যায়, ১৭ জুন আদমজী ইপিজেডের ভেতরে পাইলিং করার সময় তিতাস গ্যাসের পাইপ ফেটে যায়। কারণে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত শতাধিক শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ প্রায় সাতদিন ধরে বন্ধ রয়েছে। যার মধ্যে ৪০টিরও বেশি রফতানিমুখী টেক্সটাইল স্পিনিং, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং, নিট শিল্পসহ ওভেন ফ্যাব্রিক প্রসেসিং মিলের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। বিটিএমএর দাবি রফতানিমুখী টেক্সটাইল মিলগুলো এরই মধ্যে প্রায়  হাজার ৫০০ কোটি টাকার মতো ক্ষতির সম্মুখীন হয়েছে।

মিলগুলোর উৎপাদন বন্ধ থাকার কারণে সময়মতো রফতানিমুখী তৈরি পোশাক খাতে সুতা ফ্যাব্রিক সরবরাহ বন্ধ রয়েছে। এতে তৈরি পোশাক খাতে তা সময়মতো সরবরাহ করা যাচ্ছে না। মিলগুলোকে এয়ার শিপমেন্ট করতে বাধ্য করা হচ্ছে। ফলে মিলগুলোর ক্ষতির পরিমাণ আরো বাড়ছে। রফতানি আদেশও বাতিল হওয়ার সম্মুখীন। বিটিএমএর তথ্যমতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাস পাইপ ফেটে যাওয়ার পর সাতদিন ধরে ওই পাইপলাইনের মেরামতের চেষ্টা করছে। তবে কখন কাজ শেষ হবে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

বিটিএমএ বলছে, সাতদিন ধরে উৎপাদন বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে শ্রমিক-কর্মচারীদের বেতন, মজুরি বোনাস দেয়া সম্ভব হবে কিনা সন্দেহ রয়েছে। গ্যাস পাইপলাইনের কাজ দ্রুত শেষ করতে না পারলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত শিল্প-কারখানাগুলো বিপর্যয়ে পড়ার পাশাপাশি ঈদুল আজহার প্রাক্কালে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার ব্যাপক আশঙ্কা রয়েছে।

সংগঠনটি জানায়, বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে টেক্সটাইল খাতের কাঁচামালের সাপ্লাই চেইন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় মিলগুলোর স্বাভাবিক পরিচালনা দীর্ঘদিন ধরে সংকটে রয়েছে। দীর্ঘদিন ধরে গ্যাসের স্বাভাবিক সরবরাহ বিঘ্নিত থাকায় মিলগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে সংগঠন সদস্য মিলগুলো একটি অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে। এমনি পরিস্থিতিতে গ্যাস পাইপলাইন ফেটে গ্যাস সরবরাহ বন্ধ মড়ার উপর খাঁড়ার ঘা মতো। পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিতাস কর্তৃপক্ষকে দ্রুত গ্যাস পাইপলাইনের লিকেজ মেরামতের কাজটি আরো অগ্রাধিকার দিয়ে আগামীকালের মধ্যে শেষ করে ওই এলাকায় গ্যাস সরবরাহ করার জন্য অনুরোধ জানিয়েছে বিটিএমএ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন