
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ইজিএম আহ্বান করেছে কোম্পানিটি। গতকাল ডিএসইর মাধ্যমে এ তথ্য জানিয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স।
কোম্পানিটির নাম মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিবর্তে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য সংঘস্মারক ও নিবন্ধে পরিবর্তন আনতে আগামী ৩১ জুলাই বেলা ১১টায় ইজিএম করা হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৭ জুলাই।