২০৪০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হবে সনি

বণিক বার্তা ডেস্ক

জলবায়ু পরিবর্তন রোধে কার্বন নিঃসরণ শূন্যে নামানোর প্রতিশ্রুতি দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। এরই মধ্যে সনি কার্বন নিরপেক্ষ হওয়ার লক্ষ্য এক দশক এগিয়ে এনেছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে নিট জিরো লক্ষ্য অর্জন করবে জাপানি প্রযুক্তি জায়ান্ট। খবর ফ্রিমালয়েশিয়াটুডে।

বিষয়ে সনি জানায়, জলবায়ু পরিবর্তন বৈশ্বিকভাবে এক বিরাট ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। কার্বন নিঃসরণ রোধ করা সামাজিকভাবে এক গুরুতর বিষয় হয়ে উঠেছে। সনির নিট জিরো অর্জনের লক্ষ্য এক দশক এগিয়ে আনাকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা। তবে সনি কীভাবে লক্ষ্য অর্জন করবে সে বিষয়ে প্রশ্নও জাগছে পরিবেশবিদদের মনে।

এদিকে ২০৩০ সালের মধ্যে নিজস্ব কারখানাগুলোয় কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্য স্থির করেছে সনি। পূর্বনির্ধারিত পরিকল্পনা থেকে লক্ষ্যও ১০ বছর এগিয়ে এনেছে প্রতিষ্ঠানটি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে লক্ষ্য অর্জন করা হবে বলে জানানো হয়েছে।

মূলত কার্বন নিঃসরণকারী প্রযুক্তির স্টার্টআপ ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে পণ্য, সরবরাহ ব্যবস্থা মজুদ থেকে নিঃসরণ রোধ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। তবে বিষয়ে জাপানি জলবায়ু গ্রুপের সিনিয়র ফাইন্যান্স ক্যাম্পেইনার এরি ওয়াটানাবি বলেন, প্রযুক্তির সফলতা এখনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। অন্যান্য জাপানি প্রতিষ্ঠানগুলোকেও দ্রুত কার্বন নিরপেক্ষতা অর্জনের বিষয়ে সনি উদ্বুদ্ধ করতে পারে। তবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এমন প্রযুক্তির ওপর আস্থা না রাখতে জোর দেন তিনি।

জাতিসংঘের জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়ণ তাপমাত্রার লক্ষ্য দেড় ডিগ্রি সেলসিয়াস বজায় রাখতে কার্বন নিঃসরণ কমাতে পৃথিবীর তিন বছরেরও কম সময় রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন