২ শতাংশ কম মূল্যে শেয়ার বিক্রির আদেশ

১৫ ব্রোকারেজের কাছে ব্যাখ্যা তলব করেছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক

লেনদেন শুরুর আগেই প্রি ওপেনিং সেশনে আগের দিনের সমাপনী মূল্যের চেয়ে শতাংশ কম দামে শেয়ার বিক্রির আদেশ দেয়ার কারণে ১৫ ব্রোকারেজ হাউজের কাছে ব্যাখ্যা তলব করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। গতকাল সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোর কাছে বিষয়ে ব্যাখ্যা তলব করে চিঠি দেয়া হয়েছে। চিঠি ইস্যুর ৪৮ ঘণ্টার মধ্যে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত প্রি ওপেনিং সেশন চলাকালীন বেশকিছু ব্রোকারেজ হাউজ থেকে বেক্সিমকো লিমিটেডের উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার আগের দিনের সমাপনী মূল্যের চেয়ে শতাংশ কম দামে বিক্রির আদেশ দেয়া হয়। এতে সকাল ১০টায় লেনদেন শুরুর পর পরই পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ে। মাত্র আধা ঘণ্টায় ৬০ পয়েন্ট হারায় সূচক। সার্ভিল্যান্সে বিষয়টি ধরা পড়ার পর বিষয়ে তত্পর হয়ে ওঠে বিএসইসি। ধরনের কার্যক্রমকে বেআইনি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে হওয়ায় সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোর কাছে বিষয়ে ব্যাখ্যা তলব করার সিদ্ধান্ত নেয়া হয়। যেসব ব্রোকারেজ হাউজের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে তাদের মধ্যে রয়েছেশহিদ সিকিউরিটিজ লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, শেলটেক ব্রোকারেজ লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, এস অ্যান্ড এইচ ইকুইটিজ লিমিটেড, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড, গ্লোব সিকিউরিটিজ লিমিটেড, শান্তা সিকিউরিটিজ লিমিটেড, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেড মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড।

ব্রোকারেজ হাউজ সংশ্লিষ্টরা বলছেন, গ্রাহকের পক্ষ থেকেই আগের দিনের সমাপনী মূল্যের চেয়ে শতাংশ কমে শেয়ার বিক্রির আদেশ দিতে বলা হয়েছে। গ্রাহকের চাপে অনেক সময় ট্রেডারদের ধরনের আদেশ দিতে হয়। হাউজের নিজস্ব ডিলার হিসাব থেকে ধরনের কোনো আদেশ দেয়া হয়নি।

বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, লেনদেন শুরুর আগেই শতাংশ কম মূল্যে শেয়ার বিক্রির আদেশ বিষয়টি সন্দেহজনক। কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। তাদের ব্যাখ্যা সন্তোষজনক মনে হলে বিষয়টির নিষ্পত্তি হয়ে যাবে, অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা নেবে কমিশন।

পুঁজিবাজার পরিস্থিতি: গতকাল লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স পয়েন্ট হারাতে থাকে। প্রথম আধা ঘণ্টায় ৬০ পয়েন্ট হারায় সূচকটি। তবে দিনশেষে ৪৮ পয়েন্ট বেড়ে হাজার ৫৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে যা ছিল হাজার ৪৮২ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান ছিল বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস স্কয়ার ফার্মাসিউটিক্যালস শেয়ারের।

ডিএসইতে গতকাল প্রায় ৫৯৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৩৯০ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ১৩২টির আর অপরিবর্তিত ছিল ৫১টি সিকিউরিটিজের বাজারদর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন