নমিনির কাছে হস্তান্তরিত হবে হাক্কানি পাল্প উদ্যোক্তার শেয়ার

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ মুদ্রণ খাতের কোম্পানি হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মো. আব্দুল্লাহ মারা যান গত বছরের ৩০ এপ্রিল। তার কাছে থাকা কোম্পানিটির শেয়ার নমিনির কাছে হস্তান্তর করা হবে। সম্প্রতি স্টক এক্সচেঞ্জকে তথ্য জানিয়েছে কোম্পানিটি।

স্টক এক্সচেঞ্জের তথ্যানুসারে, হাক্কানি পাল্পের উদ্যোক্তা মো. আব্দুল্লাহর কাছে কোম্পানিটির লাখ ৪১ হাজার ৬৬৬টি শেয়ার রয়েছে। শেয়ার তার স্ত্রী কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক হোসনে আরা বেগমের কাছে হস্তান্তর করা হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) হাক্কানি পাল্পের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৪৪ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন