বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

বণিক বার্তা ডেস্ক

কুষ্টিয়ায় ছয়জনসহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত নয়জন। প্রতিনিধিদের পাঠানো খবর-

কুষ্টিয়া: আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। গতকাল ভোরে সদর উপজেলায় চারজন নিহত হন। সময় আহত হন একজন। পুলিশ জানায়, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের সদর উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় মণ্ডল হোটেলের সামনে একটি ভ্যানকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা ড্রামট্রাক। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। নিহতরা হলেন মুক্তার হোসেন (৫০), জেসমিন (৩০), রোজিনা খাতুন (২৭) এবং স্বপ্না রানী (৪৫)

এদিকে রোববার রাতে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকায় আরেকটি ড্রামট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

চাঁদপুর: কচুয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় ট্রাক্টরের আরোহী দুই কিশোর নিহত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে কচুয়া উপজেলার শিমুলতলী এলাকায় দুর্ঘটনা ঘটে। এরা হচ্ছে কচুয়া সদর ইউনিয়নের বুধুণ্ডা গ্রামের সেলিম মিয়ার ছেলে সজীব হোসেন (১৮) এবং সাচার ইউনিয়নের গোপিরদীঘিরপাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আতিকুর রহমান (১৪) তারা পরস্পর খালাতো ভাই।

চুয়াডাঙ্গা: সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাঈদ আফ্রিদী তন্ময় (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল সকালের দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আটমাইল নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদ আফ্রিদী তন্ময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন