আজ থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার ব্যাংকের বন্ডের সাবস্ক্রিপশন

নিজস্ব প্রতিবেদক

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পারপেচুয়াল বন্ডের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন আজ থেকে শুরু হচ্ছে। সাধারণ যোগ্য বিনিয়োগকারীদের কাছে অর্থ সংগ্রহের জন্য সাবস্ক্রিপশন চলবে আগামী জানুয়ারি পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ থেকে সাধারণ বিনিয়োগকারীরা বন্ডের জন্য সাবস্ক্রিপশন করতে পারবেন। ন্যূনতম সাবস্ক্রিপশনের পরিমাণ হাজার টাকা বা এর গুণিতক। তবে সর্বোচ্চ কোনো সীমা রাখা হয়নি। অন্যদিকে যোগ্য বিনিয়োগকারীদের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন ১২ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হবে। চলবে জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত। ন্যূনতম সাবস্ক্রিপশনের পরিমাণ হাজার টাকা বা এর গুণিতক। তবে সর্বোচ্চ কোনো সীমা রাখা হয়নি। তবে যোগ্য বিনিয়োগকারীদের সাবস্ক্রিপশনের পুরো অর্থ পরিশোধ করতে হবে।

এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০১তম কমিশন সভায় প্রিমিয়ার ব্যাংকের ২০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড অনুমোদন করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন