সোমবার থেকে সাতদিনের কঠোর লকডাউন

নিজস্ব প্রতিবেদক

কভিড-১৯ সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন শুরু হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার। এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান তথ্য কর্মকর্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউন চলাকালে জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যানবাহন, অ্যাম্বুলেন্স চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যবহূত যানবাহন ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। লকডাউন চলাকালে জরুরি কারণ ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবে না। তবে গণমাধ্যম বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। বিষয়ে আরো বিস্তারিত আদেশ আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, এক সপ্তাহের কঠোর লকডাউনে সারা দেশের মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে চলে তা নিশ্চিতে কাজ করবে পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রয়োজনে মোতায়েন করা হবে সেনাবাহিনী। এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, লকডাউন চলাকালে সব অফিস-আদালত বন্ধ থাকলেও ৩০ জুন বাজেট পাস উপলক্ষে -সংক্রান্ত কার্যক্রম স্বল্প পরিসরে চালু থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন