নিয়ালকোর মাধ্যমে সিএসইর এসএমই প্লাটফর্মের যাত্রা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এসএমই প্লাটফর্মে গতকাল নিয়ালকো এলয়েজ লিমিটেডের লেনদেন চালু হয়েছে এর মাধ্যমে এক্সচেঞ্জটির এসএমই প্লাটফর্মের যাত্রা হয়েছে উপলক্ষে এক্সচেঞ্জটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সচেঞ্জটির চেয়ারম্যান আসিফ ইব্রাহীম

সিএসইর প্রধান কার্যালয়ে ঘণ্টা বাজানোর মাধ্যমে নিয়ালকো এলয়েজের লেনদেন চালু করা হয় সময় প্রধান অতিথির বক্তব্যে সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম বলেন, সামনে সব ধরনের বিনিয়োগের সিংহভাগের উৎস পুঁজিবাজার হতে হবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর পুঁজিবাজারের উন্নয়নে অনেক কাজ করেছে তারা তাদের প্রজ্ঞা, মেধা দূরদর্শী চিন্তার মাধ্যমে স্বল্পতম সময়ে পুঁজিবাজারের উন্নয়ন, নিয়ন্ত্রণ বিভিন্ন সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সময়ে কমিশনের বেশকিছু উদ্যোগ বিনিয়োগকারী এবং অন্য স্টেকহোল্ডারদের আস্থা বাড়াতে ব্যাপক ভূমিকা রেখেছে এসব উদ্যোগ সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব আমরা এরই মধ্যে পুঁজিবাজারে লক্ষ করছি

বর্তমান বিশ্বায়নের যুগে এসএমই প্রতিষ্ঠানগুলো দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে আসিফ ইব্রাহীম আরো বলেন, সিএসইর স্বল্প মূলধনি কোম্পানিগুলোর প্লাটফর্মে তালিকাভুক্তির মাধ্যমে এসএমই কোম্পানিগুলো স্বল্প অর্থ ব্যয় করে দীর্ঘমেয়াদি অর্থায়ন করতে সক্ষম হবে তাদের প্রচারমূলক কার্যক্রমের জন্য ন্যূনতম ব্যয়ে খুব প্রাথমিক পর্যায়ে ব্র্যান্ডিংয়ের সুযোগ পাবে এছাড়া কর অব্যাহতিসহ আরো অনেক সুবিধা পাবে এমনকি একটা পর্যায়ের পর সিএসইর মূল মার্কটে তালিকাভুক্তির সুযোগ পাবে তারা

স্বাগত বক্তব্যে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ বলেন, প্রথমবারের মতো নিয়ালকো এলয়েজের লেনদেন শুরুর মাধ্যমে পুঁজিবাজার তথা সিএসইর এসএমই প্লাটফর্ম উন্মোচিত হয়েছে প্লাটফর্মের মাধ্যমে এসএমই কোম্পানিগুলো একদিকে যেমন স্বীকৃতি পাবে, অন্যদিকে ব্যবসা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে এতে এসএমই খাতের উন্নতি ত্বরান্বিত হবে এবং একই সঙ্গে খাত দেশের অর্থনীতিতে অবদান রাখতে হবে বলে তিনি আশা প্রকাশ করেন

অনুষ্ঠানে নিয়ালকো এলয়েজের চেয়ারম্যান গাজী মোকাররম আলী চৌধুরী বলেন, প্রথম কোম্পানি হিসেবে সিএসইর এসএমই বোর্ডে তালিকাভুক্ত হতে পেরে আমরা আনন্দিত

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিএসইর পর্ষদ সদস্য, নিয়ালকো এলয়েজের পরিচালক, ইস্যু ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীসহ এক্সচেঞ্জটির ঊর্ধ্বতন কর্মকর্তারা

প্রসঙ্গত, বছরের ১৫ এপ্রিল বিএসইসির ৭৭০তম কমিশন সভায় নিয়ালকো এলয়েজকে কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়া হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন