এসডিজি ইয়ুথ ফোরামের প্রাক বাজেট সংলাপ

এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে সম্প্রতি জাতীয় বাজেট: তারুণ্যের সংলাপ শীর্ষক এক ভার্চুয়াল প্রাক-বাজেট সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ। সঞ্চালনা করেন ঢাকা টিমের কমিউনিকেশন এক্সিকিউটিভ তনিমা রহমান।

সংলাপে বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান অধ্যাপক . মো. সেলিম উদ্দিন। এতে মুখ্য আলোচক ছিলেন নাহিম রাজ্জাক। সংলাপে স্বাগত বক্তব্য রাখেন এসডিজি ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা।

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যুব সমাজের চাহিদাকে অগ্রাধিকার দেয়া উচিত বলে জানান . সেলিম উদ্দিন। তিনি বলেন, বাজেটে সংশ্লিষ্ট সব খাতের সুষম বরাদ্দ, বণ্টন তা সদ্ব্যবহার করা প্রয়োজন। আমাদের দরিদ্র জনগোষ্ঠী দেশের উন্নয়নের পথে অন্তরায়। তাই ২০৩১ সাল নাগাদ দারিদ্র্যের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার যে পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়ন করতে যুব সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন সব বয়সের মানুষের জন্য যেন সমান সুযোগ নিশ্চিত হয়, সেদিকে লক্ষ রেখে বাজেট প্রণয়ন জরুরি।

সংলাপে আরো অংশ নেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক প্রজেশ কুমার সাহা, রিহ্যাবের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল কৈয়ুম চৌধুরী, ইপসার প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক সাঈদুল আরেফিন, এফবিসিসিআই সদস্য প্রকৌশলী ইমরান, ব্যবসায়ী লায়ন এমএ মান্নান, এসডিজি ইয়ুথ ফোরামের ঢাকা টিমের কো-অর্ডিনেটর ফারহানা বারী, ওব্যাট হেলপার্সের কান্ট্রি ম্যানেজার সোহেল আখতার খান, অন্ট্রাপ্রিনিউয়ার অ্যান্ড -কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি অলিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাপ্লাই চেইন অ্যালায়েন্সের সভাপতি আবির আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন