কভিড-১৯ টিকা

ডব্লিউএইচওর অনুমোদন পেল চীনের সিনোফার্ম

নিজস্ব প্রতিবেদক

মানবদেহে জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য করোনা প্রতিরোধী চীনের সিনোফার্ম টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল অনুমোদন দেয় সংস্থাটি। এটি ডব্লিউএইচওর অনুমোদন পাওয়া চীনের প্রথম কভিড-১৯-এর টিকা। দুই ডোজের টিকাটি এরই মধ্যে চীন বিশ্বের বিভিন্ন দেশের কয়েক কোটি মানুষের ওপর প্রয়োগ করা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর বাইরে উদ্ভাবিত করোনাভাইরাসের কোনো টিকা প্রথম ডব্লিউএইচওর অনুমোদন পেল। চীনের বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টের উৎপাদিত সিনোফার্মের টিকা চীনের বাইরে ৪৫টি দেশে সরবরাহ করা হয়েছে। সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকার আনুষ্ঠানিক নাম বিবিআইবিপি-সিওআরভি। টিকাও ২৮ দিনের ব্যবধানে দুই ডোজ করে নিতে হয়। পরীক্ষামূলক প্রয়োগে টিকা ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকারিতা দেখা গেছে।

পর্যন্ত ডব্লিউএইচও ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন মডার্নার তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। তবে আফ্রিকা, লাতিন আমেরিকা এশিয়ার বেশ কয়েকটি দেশ জরুরি ব্যবহারের জন্য চীনের টিকার অনুমোদন আগেই দিয়েছে।

উল্লেখ্য, দেশে জরুরি প্রয়োগের জন্য তৃতীয় টিকা হিসেবে চীনের সিনোফার্মকে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। গত ২৯ এপ্রিল  অনুমোদন দেয়া হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন