শপিংমলে স্বাস্থ্যবিধি না মানায় ১০ লাখ টাকা জরিমানা, ৩ দোকান সিলগালা

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যবিধি না মানায় ৯০টি মামলায় ১০ লাখ টাকা জরিমানা এবং ৩ টি দোকান সিলগালা করে দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গত কয়েকদিন থেকেই স্বাস্থ্য বিধি না মানলে  দোকান বন্ধ করে দেওয়াসহ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে আসছিলেন তিনি। ৫ মে বুধবার দুপুরে ঝটিকা অভিযানে নেমে সে ঘোষণা বাস্তবায়ন করেন মেয়র।

গুলশান-বনানীর বিভিন্ন মার্কেটে স্বাস্থ্যবিধি মানার হচ্ছে কি না দেখতে গতকাল দুপুরে ডিএনসিসির মেয়র ঝটিকা অভিযানে বের হন। এসময় মোবাইল কোর্ট বিভিন্ন জনকে ৯০টি মামলায় ৯ লাখ ৭৫ হাজার ৪৬০ টাকা জরিমানা করে এবং ৩টি দোকান সিলগালা করে দেয়। 

মেয়র আতিকুল ইসলাম বলেন, মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে  দোকানপাট ও শপিংমলগুলোতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানতে হবে। দোকান বা ক্রেতা যেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করবে তার বিরুদ্ধেই কঠোর ব্যস্থা নেওয়া হবে। 

তিনি বলেন, করোনার প্রকোপ নিয়ন্ত্রণে সরকারি নিষেধাজ্ঞা ও লকডাউন বাস্তবায়নে আমাদের এ ঝটিকা অভিযান অব্যহত থাকবে। নগরবাসীরা দয়া করে মাস্ক পড়বেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন