সুস্থ জাতি গঠনে ক্রীড়াচর্চার ভূমিকা অপরিসীম —গণপূর্ত প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গৃহায়ন গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, সুস্থ জাতি গঠনে ক্রীড়াচর্চার ভূমিকা অপরিসীম।

গতকাল ময়মনসিংহ জিমনেসিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ২০২০-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেহ মনের সুস্থতার জন্য সুশিক্ষার পাশাপাশি খেলাধুলা সংস্কৃতিচর্চা অপরিহার্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন দক্ষ রাজনীতিবিদের পাশাপাশি একজন ক্রীড়ানুরাগী ছিলেন। তার উৎসাহ অনুপ্রেরণা দেশের ক্রীড়াবিদদের আত্মবিশ্বাসের ভিত্তি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলাধুলার উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে দেশের ক্রীড়াবিদরা বিশ্বে বাংলাদেশকে একটি সম্মানের আসনে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।

উল্লেখ্য, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন - এপ্রিল দেশের বিভিন্ন স্তরে বঙ্গবন্ধুর নবম বাংলাদেশ গেমস ২০২০ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন