কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

বণিক বার্তা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালক নিজাম মিয়া (৫৫) নিহত হয়েছে।

নিহত চালক কুলাউড়া উপজেলার চাতলগাঁও গ্রামের মৃত আমির আলীর ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে পৌর শহরের চৌমোহনা এলাকায় এ ঘটনাটি ঘটে। পিকআপভ্যান ও সিএনজি অটোরিকশা সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন সিএনজি চালক। পরে তাকে সিলেট নেয়ার পথে মারা যান।

কুলাউড়া থানার এএসআই মাসুদ আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পিকআপভ্যানটি আটক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন