সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক

সূচকে উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহ শুরু করল দেশের পুঁজিবাজার। গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ২৪ শতাংশ বেড়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স গতকাল বেড়েছে দশমিক ৪৩ শতাংশ।

হাজার ৫১৬ পয়েন্ট নিয়ে গতকালের লেনদেন শুরু করেছিল ডিএসইএক্স। লেনদেন শেষে তা বেড়ে হাজার ৫৮৪ পয়েন্টে উন্নীত হয়েছে। অর্থাৎ একদিনের ব্যবধানে সূচকটি বেড়েছে ৬৮ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ। ডিএসইর ব্লু চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ৪৩ পয়েন্ট বা দশমিক শূন্য শতাংশ বেড়ে গতকাল লেনদেন শেষে হাজার ১৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন যা ছিল হাজার ১১৩ পয়েন্ট। এক্সচেঞ্জটির শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল প্রায় পয়েন্ট বা দশমিক ৬৩ শতাংশ বেড়ে দিনশেষে হাজার ২৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবস শেষে যা ছিল হাজার ২৪৮ পয়েন্ট।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৩৩টির, আর অপরিবর্তিত ছিল ১০০টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ১৬ শতাংশ দখলে নিয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে খাদ্য আনুষঙ্গিক এবং বিদ্যুৎ জ্বালানি খাত। ১১ শতাংশ দখলে নিয়ে এরপর রয়েছে ওষুধ রসায়ন খাত। এছাড়া ১০ শতাংশ দখলে নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিমেন্ট খাত।

গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ (বিএটিবিসি) লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

গতকাল ডিএসইতে সমাপনী দরের ভিত্তিতে দরবৃদ্ধিতে শীর্ষ ১০ সিকিউরিটিজের তালিকায় রয়েছেলাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ (বিএটিবিসি) লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, বিডি ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ইফাদ অটোজ লিমিটেড।

এদিকে গতকাল ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষ ১০ সিকিউরিটিজ ছিল ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, ইজেনারেশন লিমিটেড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, সাফকো স্পিনিং মিলস লিমিটেড ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।

দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে গতকাল প্রধান সূচক সিএসসিএক্স দিনের ব্যবধানে প্রায় ১৩৮ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ বেড়ে হাজার ৭৭১ পয়েন্টে অবস্থান করছে, আগের দিন শেষে যা ছিল হাজার ৬৩৩ পয়েন্ট। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৮৩টির, আর অপরিবর্তিত ছিল ৫৫টির বাজারদর।

গতকাল ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বাড়লেও সিএসইতে তা কমেছে। ডিএসইতে এদিন মোট ৮৭৬ কোটি ৭৫ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭০৭ কোটি ৫৪ লাখ টাকা। সিএসইতে গতকাল ৬২ কোটি ২২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭৯ কোটি ৭৯ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন