যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল মজুদের কারণে বাজারে দরপতন

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল মজুদের ফলে কমেছে রিফাইনারিগুলোর চাহিদা। গতকাল এমন খবর প্রকাশ হওয়ার পরই হঠাৎ করে নেমে গেছে তেলের বাজারদর। খবর রয়টার্স।

মঙ্গলবার আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট (এপিআই) জানায়, গত সপ্তাহে অপরিশোধিত তেল মজুদের পরিমাণ স্বাভাবিকের চেয়ে ১০ লাখ ব্যারেল বেড়েছে। রয়টার্সের জরিপে ৫২ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলনের পূর্বাভাস দেয়া হয়েছিল। এপিআইয়ের উপাত্তে অবশ্য দেখা যাচ্ছে, শোধনাগারগুলোতে দিনপ্রতি অপরিশোধিত তেল শোধন ২২ লাখ ব্যারেল কমেছে।

গতকাল জ্বালানি তেলের বাজারদর ব্যারেলপ্রতি ৬০ দশমিক ৯৭ ডলারে নেমে আসার পর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম নির্ধারণকারী সংস্থা ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম আগের চেয়ে শূন্য দশমিক শতাংশ কমিয়ে ব্যারেলপ্রতি ৬১ দশমিক ৩৮ ডলার নির্ধারণ করেছে। রয়টার্সের বিশ্লেষকদের পূর্বাভাস, অপরিশোধিত জ্বালানি তেলের দাম পুনরায় ৬৬ দশমিক ৪৫ থেকে ৬৬ দশমিক ৩১ ডলারে পৌঁছতে পারে। কমনওয়েলথ ব্যাংকের বিশ্লেষক বিবেক ধর বলেন, রিফাইনারিগুলোর চাহিদার চেয়ে বেশি মজুদ সংগ্রহ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন