দরপতনের শীর্ষ দশে ‘এন’ ক্যাটাগরির দুই শেয়ার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সমাপনী দরের ভিত্তিতে দরপতনে শীর্ষ ১০ সিকিউরিটিজের তালিকায় এন ক্যাটাগরির দুটি কোম্পানি জায়গা করে নিয়েছে। এগুলো হলো ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এডিএন টেলিকম লিমিটেড।

গত ২১ ডিসেম্বর পুঁজিবাজারে লেনদেন শুরু হয় ক্রিস্টাল ইন্স্যুরেন্সের। গত সপ্তাহে ১৬ দশমিক ১৭ শতাংশ দর হারিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ৪৫ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড়ে লেনদেন হয়েছে কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৬০০ টাকার শেয়ার।

গত বছরের জানুয়ারি পুঁজিবাজারে লেনদেন শুরু করা এডিএন টেলিকম গত সপ্তাহে দর হারিয়েছে ১৫ দশমিক শূন্য শতাংশ। কোম্পানিটি তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ৩৩ কোটি ৩০ লাখ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড়ে লেনদেন হয়েছে কোটি ৬৬ লাখ ২০০ টাকার শেয়ার।

গত সপ্তাহে দর হারানো কোম্পানিগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২১ দশমিক ৪১ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট কোটি ৩৫ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেন হয়েছে ২৭ লাখ ১৬ হাজার ৬০০ কোটি টাকার শেয়ার।

দরপতনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২০ দশমিক ৯৫ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট কোটি ৫৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার পঞ্চম স্থানে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১৩ দশমিক ৩৫ শতাংশ।

দরপতনের শীর্ষ ১০ সিকিউরিটিজের তালিকায় এর পরের অবস্থানগুলোয় রয়েছে যথাক্রমে  কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন