টাঙ্গাইলের ৩৭ যুবদল নেতাকর্মীর স্বেচ্ছায় পদত্যাগ

বণিক বার্তা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা, পৌর ও এলেঙ্গা পৌর যুবদলের কমিটি গঠন নিয়ে ক্ষুব্ধ ৩৭ যুবদল নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। 

গতকাল শনিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলা যুবদল নেতা রফিকের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেন তারা।

পদত্যাগকারীরা হলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু মিয়া, সদস্য রফিকুল ইসলাম, রাশেদ তালুকদার, রোকনুজ্জামান স্বপন, আমিনুল ইসলাম লিটন, শফিকুল ইসলাম খান, জাহাঙ্গীর আলম, হামিদুর রহমান, আরিফুল ইসলাম, কালিহাতী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজগর আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল বারেক, আবু সাঈদ, বাহাদুর, সদস্য সোনা মিয়া, শাহ আলী, মামুন ভূইয়া, মীর মুন্না, আব্দুল বাছেদ, জিয়াউল হক, পলাশ, শুকুর মাহমুদ, নুরুজ্জামান, এলেঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল ফকির, চাঁন মিয়া, ফারুক হোসেন, মির্জা শরিফুল ইসলাম বাবলু, মাসুদ রানা, সদস্য আলমগীর হোসেন, খালেকুজ্জামান মানিক, আলতাফ হোসেন, শাহ আলম, স্বপন দাস, মনোয়ার হোসেন, রফিকুল ইসলাম,হেকমত আলী ও শাহ আলম।

যুবদলের নেতাদের অভিযোগ, ঘোষিত কমিটির সদস্য সচিব শামীম আল মামুন প্রামাণিককে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক মনোনয়ন দেওয়া হয়। তবে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সঙ্গে ‘আঁতাত করা’সহ অর্থের বিনিময়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এছাড়াও কালিহাতী উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা একজন কট্টর আওয়ামী লীগ পরিবারের সন্তান। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসমত আলীর রেজা গত সংসদ নির্বাচনে ঘাটাইল উপজেলার আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা করেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, নুরুজ্জামান আহমেদ এবং ইদ্রিস আলী আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন। কমিটিগুলোতে আওয়ামীসহ এজেন্ডা বাস্তবায়নকারীদের নিয়ে করায় ও প্রকৃত এবং ত্যাগী নেতাদের বাদ দিয়ে গঠন করায় স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করেছেন।

তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ত্যাগী আর পরীক্ষিত নেতাকর্মীদের দিয়ে একটি সুসংগঠিত কমিটি গঠনের আহ্বান জানান তারা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন