খাগড়াছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

বণিক বার্তা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে কোটি ১৪ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সকালে এসব প্রকল্পের উদ্বোধন করেন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে জেলা সদরের সাত ভাইয়াপাড়া ছড়ার ওপর ৬১ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে নির্মিত আরসিসি গার্ডার ব্রিজ, কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে আলুটিলা পর্যটন কেন্দ্রে খুমপুই রেস্ট হাউজ জার্ম প্লাজম সেন্টারে ৪০ লাখ টাকা ব্যয়ে রেস্ট হাউজ নির্মাণ।

সময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রশাসন বিভাগের সদস্য আশীষ কুমার বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে চেয়ারম্যান বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তাপ্রসূত একটি ফল। প্রতিষ্ঠার পর থেকে পাহাড়ের মানুষের আর্থসামাজিক অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখছে উন্নয়ন বোর্ড। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে বোর্ডের কাজের পরিধি যেমন বেড়েছে, তেমনি পাহাড়ের মানুষও এর সুফল ভোগ করছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

পরে আলুটিলার তার আশপাশ এলাকার শতাধিক শীতার্ত ত্রিপুরা পরিবারের মাঝে কম্বল, সাবান মাস্ক বিতরণ করেন নব বিক্রম কিশোর ত্রিপুরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন