কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটি, বুধবার হরতালের ডাক একাংশের

বণিক বার্তা প্রতিনিধি, কক্সবাজার

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিকে ‘অবৈধ’ ও  ‘অবাঞ্ছিত’ ঘোষণা দিয়ে আগামীকাল বুধবার (৪ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পদবঞ্চিতদের একাংশ।

গতকাল সোমবার দিবাগত রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে হরতালের ঘোষণা দেন জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ ইবনে হোসাইন। এর আগে সোমবার রাতে কমিটি ঘোষণার পরপরই কক্সবাজার শহরের ফজল মার্কেট এলাকায় প্রধান সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও ভাংচুর করে মারুফ হোসাইন ও মইন উদ্দিন গ্রুপের লোকজন। এসময় শহরের বিভিন্ন জায়গায় আতংক ছড়িয়ে পড়ে।

এছাড়া ঘোষিত কমিটিকে অবৈধ ও অবাঞ্চিত ঘোষণা করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোর্শেদ হোসাইন তানিমও।

সদ্য বিদায়ী সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘কক্সবাজার জেলা ছাত্রলীগের ঘোষিত এই কমিটি অবৈধ। এই কমিটি অবাঞ্চিত ঘোষণা করলাম।’ পরবর্তীতে আরেকটি পোস্টে পদ পাওয়া নেতাদের ছাত্রত্ব ও বয়স নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটি:

গতকাল সোমবার (০২ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কক্সবাজার জেলা ছাত্রলীগের ১৪ জনের নতুন কমিটি অনুমোদন দেন।

নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে সদ্যবিলুপ্ত কক্সবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক করা হয়েছে উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মারুফ আদনানকে। তাদের সঙ্গে আরও ১২ জনকে সহ-সভাপতি, যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক করে এক বছরের জন্য কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন। একই সঙ্গে নিজের ফেসবুক পেজে কমিটি অনুমোদনের প্যাড আপলোড করেন।

সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সেই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য নতুন এই কমিটির অনুমোদন দেয়া হলো-নতুন কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে মো. মাইন উদ্দিন, কাইসার উল আলম মুন্না চৌধুরী, বোরহান উদ্দিন খোকন, নারিমা জাহানকে।

যুগ্ম-সম্পাদকের পদ পেয়েছেন আনোয়ার হোসেন, শাখাওয়াত হোসেন, সাজ্জাদুল হক, মো. শওকত হোসেন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ওয়াসিফ কবির, কামরুজ্জামান হিরু, এহসানুল হক মিলন ও গাজী নাজমুল হক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন