‘কালি ও কলম’ সম্পাদকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মারা গেছেন ঐতিহ্যবহুল সাহিত্য বিষয়ক মাসিক পত্রিকা ‘কালি ও কলম’ এর সম্পাদক আবুল হাসনাত। ৭৫ বছর বয়সে তিনি ইহলোকের মায়া ত্যাগ করলেন। আজ সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।


নন্দিত ও সংবেদনশীল সাহিত্য সম্পাদক হিসেবে সমাদৃত ছিলেন আবুল হাসনাত। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে ‘দৈনিক সংবাদ’ পত্রিকার সাহিত্য সাময়িকীর সম্পাদক ছিলেন। ‘কালি ও কলম’ সম্পাদক ছিলেন আমৃত্যু। কবিতা, উপন্যাসসহ নানা বিভাগে দক্ষতা দেখিয়েছেন। ছিলেন একজন সাহিত্য সমালোচকও। ছিলেন ছায়ানটের অন্যতম সংগঠক ও সদস্য।


মাহমুদ আল জামান নামেও লেখালেখি করতেন আবুল হাসনাত। তিনি ১৯৪৫ সালের ১৭ জুলাই পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম ‘জ্যোত্স্না ও দুর্বিপাক’, ‘কোনো একদিন ভুবনডাঙায়’, ‘ভুবনডাঙার মেঘ ও নধর কালো বেড়াল’। উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ সতীনাথ, মানিক, রবিশঙ্কর ও অন্যান্য ও জয়নুল, কামরুল, সফিউদ্দিন ও অন্যান্য। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন