মঠবাড়িয়ায় মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

বণিক বার্তা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়িয়ায় বশির মুন্সি (৩৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে মঠবাড়িয়া থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গুরুতর আহত বশির উপজেলার তুষখালী ইউনিয়নের শাখারিকাঠি গ্রামের আ. ছালাম মুন্সীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মিলন মোল্লা জানান, দুই সন্তানের জনক বশির প্রায় ৫ বছর পূর্বে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর বশিরের স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যায়। একপর্যায়ে বশিরের স্ত্রী চট্টগ্রামে গিয়ে পোশাক কারখানায় চাকরি নেন। 

ইউপি সদস্য মিলন মোল্লা জানান, বশির মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার পর এলাকার বিভিন্ন ঘর থেকে প্রায়ই কাপড়-চোপড়সহ বিভিন্ন জিনিস পত্র চুরি করত। এনিয়ে বুধবার দুপুরে স্থানীয় লোকজন তাকে মারধরও করে। মানসিক ভারসাম্যহীন বশির রাতে বসত ঘরে বসে ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন বশিরের ঘরে গিয়ে তার গলাসহ শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পায়। পরে তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 

বশিরের অবস্থার অবনতি ঘটলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

মঠবাড়িয়া থানার ওসি জানান, মানসিক ভারসাম্যহীন বশির মুন্সীকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন