স্টক মার্কেটে কারসাজির অভিযোগে তদন্তের মুখে ভ্যাক্সার্ট

বণিক বার্তা ডেস্ক

কভিড-১৯ ভ্যাকসিন নিয়ে কাজ করা ক্যালিফোর্নিয়ার বায়োটেক কোম্পানি ভ্যাক্সার্ট ফেডারেল তদন্তের মুখে পড়েছে। তাদের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করেছেন বেশ কয়েকজন বিনিয়োগকারী। কভিড-১৯ ভ্যাকসিন আবিষ্কারে মার্কিন সরকারের অপারেশন ওয়ার্প স্পিড প্রোগ্রামে নিজেদের ভূমিকাকে অতিরঞ্জিত করে দেখানোর অভিযোগ করা হয়েছে ভ্যাক্সার্টের বিরুদ্ধে। গত জুনে ভ্যাক্সার্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে তাদের কভিড-১৯ ভ্যাকসিন সরকারের অপারেশন ওয়ার্প স্পিড প্রোগ্রামে বাছাই করা হয়েছে। খবর ভ্যাক্সার্টের স্টক মূল্যমান থেকে ১৭ ডলারে বৃদ্ধি করে। আদালতে অভিযোগে বলা হয়েছে, এভাবে কোম্পানিটি ২০ কোটি ডলারের বেশি মুনাফা করেছে। সংবাদ বিজ্ঞপ্তিটি প্রকাশের কয়েক সপ্তাহ আগে ওয়ারেন্ট এগ্রিমেন্টে সংশোধন করে তাদের সব স্টক বিক্রির কথা জানিয়েছিল। এরপর ওয়ার্প স্পিড প্রোগ্রামে যুক্ত হওয়ার বিষয়ে তাদের ঘোষণাটি বাজারে ছাড়া হয় এবং স্টক মূল্য আকাশ ছুঁয়ে যায়। এবং তখন তারা তাদের স্টক বিক্রি করে দেয়। জুলাই মাসেই যুক্তরাষ্ট্রের এইচএইচএস নিউইয়র্ক টাইমসকে জানিয়েছিল, ভ্যাক্সার্টকে গবেষণা তহবিল দেয়ার কোনো চুক্তি সরকারের সঙ্গে হয়নি।  ওয়ার্পে নিজেদের সম্পৃক্ততাকে বাড়িয়ে দেখিয়ে স্টক প্রাইস বৃদ্ধির অভিযোগে ভ্যাক্সার্টের বিরুদ্ধে আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে।

সিএনএন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন