৭১ লাখ টন গম রফতানি করবে কাজাখস্তান

বণিক বার্তা ডেস্ক

পরপর দুই বছর ধরে কাজাখস্তানের গম রফতানিতে মন্দা ভাব বজায় রয়েছে। চলতি বছর মন্দা কেটে দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি ১১ লাখ টন বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস। মূলত উৎপাদন বৃদ্ধির জের ধরে চলতি বছর দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে গম রফতানি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। খবর বিজনেস রেকর্ডার রয়টার্স।

গম উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় কাজাখস্তানের অবস্থান ১৩তম। তবে দেশটি বিশ্বের অষ্টম শীর্ষ গম রফতানিকারক দেশ। ইউএসডিএর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, টানা দুই বছর ধরে কাজাখস্তান থেকে গম রফতানিতে মন্দা ভাব বজায় রয়েছে। ২০১৭ সালে দেশটি থেকে সব মিলিয়ে ৯০ লাখ টন গম রফতানি হয়েছিল। পরের বছর কাজাখস্তান থেকে কৃষিপণ্যটির রফতানি দশমিক ৮২ শতাংশ কমে ৮২ লাখ ৯৬ হাজার টনে নেমে আসে। গত বছর দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৬০ লাখ টন গম রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৭ দশমিক ৬৮ শতাংশ কম।

পরপর দুই বছরের মন্দা ভাব কাটিয়ে ২০২০ সালে কাজাখস্তান থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৭১ লাখ টন গম রফতানি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি বাড়তে পারে ১৮ দশমিক ৩৩ শতাংশ বা ১১ লাখ টন। এর আগে ২০১১ সালে কাজাখস্তানের ইতিহাসে সবচেয়ে বেশি কোটি ১৮ লাখ ৪৪ হাজার টন গম রফতানি হয়েছিল।

চলতি বছর কাজাখস্তান থেকে গম রফতানিতে প্রবৃদ্ধির পেছনে বাড়তি উৎপাদন বড় ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। ইউএসডিএর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, টানা তিন বছর ধরে দেশটিতে গম উৎপাদন কমতির দিকে রয়েছে। ২০১৬ সালে কাজাখস্তানে কোটি ৪৯ লাখ ৮৫ হাজার টন গম উৎপাদন হয়েছিল। পরের বছর দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন দশমিক ২২ শতাংশ কমে কোটি ৪৮ লাখ হাজার টনে নেমে আসে। ২০১৮ সালে কাজাখস্তানে গম উৎপাদন আরো দশমিক ৭৮ শতাংশ কমে দাঁড়ায় কোটি ৩৯ লাখ ৪৭ হাজার টনে।

মন্দা ভাবের ধারাবাহিকতায় গত বছর কাজাখস্তানে সব মিলিয়ে কোটি ১৪ লাখ ৫২ হাজার টন গম উৎপাদন হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএসডিএ, যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৮৯ শতাংশ কম। তবে চলতি বছর দেশটিতে সব মিলিয়ে ১৩ লাখ ৫০ হাজার টন গম উৎপাদনের পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ, যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৮৮ শতাংশ বেশি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কাজাখস্তানে কৃষিপণ্যটির উৎপাদন বাড়তে পারে ২০ লাখ ৪৮ হাজার টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন