কভিড-১৯ সংকট

চাকরি হারাবে যুক্তরাজ্যের ভ্রমণ খাতের ১৮ শতাংশ কর্মী

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাস মহামারীর ফলে যুক্তরাজ্যের ভ্রমণ শিল্পের ৩৯ হাজার কর্মী চাকরি হারাচ্ছে বা হারানোর ঝুঁকিতে রয়েছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। আরো কর্মী ছাঁটাই এড়াতে সরকারের তরফ থেকে অধিক সহায়তা দরকার বলে মনে করছেন তারা। খবর গার্ডিয়ান।

দি অ্যাসোসিয়েশন অব ব্রিটিশ ট্রাভেল এজেন্টস (এবিটিএ) বলছে, এখন পর্যন্ত যুক্তরাজ্যের ভ্রমণ খাতে যে-সংখ্যক কর্মী ছাঁটাই হয়েছে, তা মোট কর্মী বাহিনীর ১৮ শতাংশ। এছাড়া আরো অনেক ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট এয়ারলাইন খাতের অনেকের চাকরি যেতে পারে।

এবিটিএ আরো বলছে, ভ্রমণ -সংশ্লিষ্ট খাতের ৯০ হাজারেরও বেশি মানুষ কর্মরত রয়েছে, যারা মহামারীতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭৮ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে, তবে তারা এটা নিশ্চিত করেনি কী পরিমাণ ছাঁটাই হবে।

ধুঁকতে থাকা শিল্পকে বাঁচাতে আরো সহায়তা প্যাকেজের জন্য যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনাকের কাছে আবেদন করেছে এবিটিএ।

যদি আরো সরকারি সহায়তা দেয়াও হয়, তবে প্রতি ১০টির মধ্যে মাত্র চারটি ভ্রমণ প্রতিষ্ঠান মনে করছে ২০২২ সালের মধ্যে খাত ২০১৯ সালের মাত্রায় আসতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন