ফেসবুকের স্থানীয় এজেন্টের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ফেসবুকের অনুমোদিত সেলস পার্টনার এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে ৯৩ লাখ টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড রহস্যজনক হওয়ায় গতকাল মামলা করেছে ভ্যাট গোয়েন্দা তদন্ত অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্যাট গোয়েন্দা তদন্ত অধিদপ্তর তথ্যমতে, চলতি বছরের মে মাসে ফেসবুকের এজেন্ট এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেড ভ্যাট নিবন্ধন গ্রহণ করে, যার নম্বর ০০২৮৪৮৮৩৬৭০২০৩।

যৌথ মূলধন কোম্পানি ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) তথ্য অনুযায়ী, হাফিজুর রহমান খানের (পিতা মোকাদ্দেস খান) নামে এইচটিটিপুল বাংলাদেশের নিবন্ধন নেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ঠিকানা ব্যবহার করা হয়েছে শাহ আলী টাওয়ার, ১১ তলা, ৩৩ কাওরান বাজার, ঢাকা।

তবে ভ্যাট গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা প্রতিষ্ঠানটির ওই ঠিকানায় এইচটিটিপুল বাংলাদেশ নামের কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম বা অস্তিত্ব দেখতে পাননি। বনানীতে অফিসটি স্থানান্তর করা হলেও সেখানে ওই অফিসের অস্তিত্ব খুঁজে পাননি ভ্যাট গোয়েন্দারা। আর ভ্যাট আইন অনুসারে অফিস পরিবর্তন করতে হলে ভ্যাট অফিসকে জানাতে হয়। কিন্তু তাদের পরিবর্তনের কোনো নোটিস দেয়া হয়নি।

বিষয়ে মইনুল খান গণমাধ্যমকে বলেন, ভ্যাট আইন অনুসারে প্রতি মাসে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেড কোনো ভ্যাট রিটার্ন দাখিল করেনি। অথচ তিন মাস আগে নিবন্ধন নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতি মাসে রিটার্ন দাখিল না করায় প্রতিষ্ঠানটি কর্তৃক কর্তনকৃত ভ্যাট সরকারি কোষাগারে জমা হয়নি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন