এনএসইউতে কভিড-১৯ পরিস্থিতিবিষয়ক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের উদ্যোগে গত মঙ্গলবার সর্বোত্তম আগামীর জন্য: সর্বশেষ কভিড-১৯ পরিস্থিতির বিষয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং সংলাপ শীর্ষক একটি  ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এমএ কাসেম।  

সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি এবং কভিড-১৯ জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভাপতি শিশু বিশেষজ্ঞ অধ্যাপক . মোহাম্মদ শহীদুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা ঝরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক . এএসএম মাকসুদ কামাল, এনএসইউ গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক . আহমেদ হোসেনআইইডিসিআরের উপদেষ্টা এবং আইইডিসিআরের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা মেডিকেল সামাজিক বিজ্ঞানের বিভাগীয় প্রধান . মোহাম্মদ মুশতাক হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন