ফের কমতে শুরু করেছে তামার দাম

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারে ফের কমতে শুরু করেছে তামার দাম ধারাবাহিকতায় লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) সর্বশেষ কার্যদিবসে ব্যবহারিক ধাতুটির দাম কমে টনপ্রতি হাজার ৩৬৫ ডলারের নিচে নেমে এসেছে চীনে আমদানি কমে আসার খবরে তামার বাজারে দরপতন বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা খবর মেটাল বুলেটিন বিজনেস রেকর্ডার

এলএমই প্রাইস ইনডেক্স অনুযায়ী, সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা হাজার ৩৬৩ ডলারে বেচাকেনা হয়েছে আগের দিনও ব্যবহারিক ধাতুটির দাম ছিল টনপ্রতি হাজার ৪৩৭ ডলার সেই হিসাবে একদিনের ব্যবধানে এলএমইতে প্রতি টন তামার দাম ৭৪ ডলার কমেছে নিয়ে টানা তিন কার্যদিবস ধরে তামার দরপতন অব্যাহত রয়েছে

ধারাবাহিক উত্থান-পতনের মধ্য দিয়ে গত একটা মাস পার করেছে তামার বাজার গত ১০ জুলাই এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা হাজার ৩২২ ডলার ৫০ সেন্টে বেচাকেনা হয়েছিল ১৩ জুলাই ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি হাজার ৫৪৫ ডলারে ওঠে এক মাসে এটাই তামার সর্বোচ্চ দাম আগস্টের প্রথম কার্যদিবসে ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি হাজার ৪১১ ডলারে নেমে আসে উত্থান-পতনের ধারাবাহিকতায় এখন প্রতি টন তামা হাজার ৩৬৫ ডলারের নিচে বেচাকেনা হচ্ছে

খাতসংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে তামার দরপতনের প্রধান কারণ চীনে আমদানি কমে আসার খবর দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) চীনা আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে কোটি ১৭ লাখ টন তামা আমদানি করেছেন আগের বছরের একই সময়ে দেশটিতে রেকর্ড কোটি ২০ লাখ টন তামার আমদানি হয়েছিল আমদানি কমার তথ্য এলএমইতে ব্যবহারিক ধাতুটির দরপতনের পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে শীর্ষ ভোক্তা দেশ চীনে চাহিদা আমদানি না বাড়লে আন্তর্জাতিক বাজারে তামার দরপতন দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা দেখছেন খাতসংশ্লিষ্টরা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন