১০ দিন পর বাজারে মূল্য সংশোধন

বণিক বার্তা ডেস্ক

টানা ১০ দিন উত্থানের পর পুঁজিবাজারে মূল্য সংশোধনের দেখা মিলেছে আজ। এদিন বাজারে লেনদেন হওয়া মোট শেয়ারের ৬১ দশমিক ২৯ শতাংশ শেয়ারের দর কমেছে। এই মূল্যসংশোধনকে বাজারের জন্য ইতিবাচক মনে করছেন বিশ্লেষকরা।

গতকাল (রোবরার) সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছিল ৪ দশমিক ১৩ শতাংশ। আজ তা কমেছে দশমিক ২৭ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স গতকাল বেড়েছিল ৩ দশমিক ৮৪ শতাংশ, যা আজ দশমিক শূন্য ১ শতাংশ কমেছে।

৪ হাজার ৫৪৫ দশমিক ১৫ পয়েন্ট নিয়ে আজ লেনদেন শুরু করে ডিএসইএক্স। দিনশেষে তা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৩ দশমিক শূন্য ৬ পয়েন্ট। একদিনে সূচক কমেছে ১২ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ। প্রধান সূচক কমলেও আজ ডিএসইর ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে দশমিক ৫৩ শতাংশ। ১ হাজার ৫৪০ দশমিক ৩৪ পয়েন্ট নিয়ে লেনদেন শুরু করা সূচকটি দিনশেষে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৪ দশমিক ১৩ পয়েন্টে। আর শরীয়াহ সূচক ডিএসইএস ১ হাজার ৫৮ দশমিক ৩১ পয়েন্ট থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ দশমিক ৯১।

আজ ডিএসইতে মোট ১ হাজার ৪৮ কোটি ৮ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে তা ৮০ কোটি ৫৬ লাখ টাকা কম। রোববার লেনদেন হয়েছিল ১ হাজার ১২৮ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার।

এদিকে আজ লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৪১৬ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ২৮২ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকা বেশি। রোববার বাজার মূলধন ছিল ৩ লাখ ৪৫ হাজার ১৩৪ কোটি ৩৯ লাখ ১৯ হাজার টাকা।

আজ ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ২১৭টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ারদর।

এদিকে দেশের আরেক স্টক এক্সচেঞ্জ সিএসইতে আজ প্রধান সূচক সিএসসিএক্স প্রায় অপরিবর্তিত রয়েছে। গতকালের চেয়ে এ সূচক কমেছে দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক শূন্য ১ শতাংশ। এদিন লেনদেন শেষে সূচকটি অবস্থান করছে ৭ হাজার ৮০০ দশমিক ৫৯ পয়েন্টে, আগের দিন শেষে যা ছিল ৭ হাজার ৮০১ দশমিক ৪৭ পয়েন্ট। আজ সিএসইর ব্লুচিপ সূচক সিএসই৩০ বেড়েছে ৪৯ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ৪৪ শতাংশ।

আজ সিএসইতে মোট লেনেদেন বেড়েছে। এদিন এক্সচেঞ্জটিতে মোট লেনেদেনের পরিমাণ ৫৯ কোটি ৮৪ লাখ ৪১ হাজার টাকা, আগের দিনে যা ছিল ২৬ কোটি ৫৪ লাখ ৮ হাজার টাকা। আজ সিএসইতে ২৮৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ারদর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন