মেয়ের বাল্যবিয়ের অনুমতি চেয়ে মায়ের আবেদন

বণিক বার্তা প্রতিনিধি মেহেরপুর

স্বামী ভ্যানচালক। কিছুটা বাউন্ডেলে স্বভাবের হওয়ায় ঠিকমতো রোজগার করতে পারেন না। স্বামীর সামান্য আয়ে সংসার যেন চলছেই না। তার ওপর তিন মেয়ের লেখাপড়ার খরচ ভরণ-পোষণ জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই মেয়েদের বিয়ে ছাড়া আর বিকল্প কিছুই চিন্তা করতে পারছেন না। পাড়ায় শুনেছেন, বাল্যবিয়ে দিলে জেল হবে। তাই বিয়ের অনুমতি নিতে চার মেয়েসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন ওই মা। তবে বাল্যবিয়ের অনুমতির আবেদন গ্রহণ না করে তাদের সংসারের আংশিক পড়ালেখার পুরোপুরি দায়িত্বভার গ্রহণ করেছেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি। 

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি বলেন, তাদের আবেদন দেখে আমি হতবাক। তাত্ক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলাম তাদের জন্য কিছু একটা করা উচিত। তাই শর্তসাপেক্ষে মেয়েদের আট মাসের লেখাপড়ার যাবতীয় খরচ, পোশাকের খরচ, ইউনিফর্মের জন্য নগদ টাকা দেয়া হলো। শর্তের অংশ হিসেবে তারা তিন বোন আমাকে কথা দিয়েছে, এখন থেকে আরো ভালো করে পড়ালেখা করে জীবনে প্রতিষ্ঠিত হবে। তাদের মা কথা দিয়েছেন, মেয়েরা লেখাপড়া শিখে বড় না হওয়া পর্যন্ত বিয়ের কথা আর চিন্তাই করবেন না। শর্ত দুটি পূরণ সন্তোষজনক বিবেচিত হলে পরবর্তী সময়ে আরো সহযোগিতা করা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন