কুমিল্লায় প্রকৌশলীকে লাঞ্ছিতকারীদের বিচারের দাবি

বণিক বার্তা প্রতিনিধি কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রকৌশলী আহসান আলীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারসহ বিচারের দাবি জানিয়েছে প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) কুমিল্লা কেন্দ্রের নেতারা। গত শনিবার দুপুরে নগরীর শাকতলায় সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা দাবি জানান।

লিখিত বক্তব্যে সংগঠনের কুমিল্লা কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রহমত উল্লাহ কবির বলেন, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয়ের এক আদেশে দাউদকান্দি উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. আবদুল কাদেরকে বদলি করা হয়। বিধি মোতাবেক উপজেলা প্রকৌশলী আহসান আলী তাকে ছাড়পত্র প্রদান করেন। বিষয়টি জেনে গত বৃহস্পতিবার বিকালে স্থানীয় কয়েকজন ঠিকাদার সঙ্গীয় লোকজন নিয়ে উপজেলা প্রকৌশলীর অফিস কক্ষে প্রবেশ করে উপসহকারী প্রকৌশলীকে কেন ছাড়পত্র দেয়া হলো নিয়ে তার সঙ্গে অশালীন আচরণ শুরু করে। একপর্যায়ে তারা অফিসের জিনিসপত্র ছুড়ে ফেলে এবং তাকে মারধর লাঞ্ছিত করে। পরে তাকে কক্ষে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে প্রায় ঘণ্টা পর তিনি উদ্ধার হন। পরে ওই প্রকৌশলী হামলাকারীদের বিচার দাবি করে দাউদকান্দি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন