সিসিবিএলের যাত্রা

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারের কার্যক্রম অটোমেশনের আওতায় আনতে বহুল প্রতীক্ষিত স্বতন্ত্র ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট কোম্পানি সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) যাত্রা হয়েছে গেল বৃহস্পতিবার কোম্পানিটির প্রথম পর্ষদ সভা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয় সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার সিসিবিএলের স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সালাম সিকদারকে কোম্পানিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে

সিসিবিএলের প্রথম পর্ষদ সভায় আরো উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক এমএইচ সামাদ, মোহাম্মদ তাজদিকুল ইসলাম, মোহাম্মদ জামাল উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান, . মোহাম্মদ আসিফ হোসেন খান . মোহাম্মদ তারেক আর শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মো. রকিবুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, সিডিবিএলের ভাইস চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনিস খান

সিসিবিএলের পর্ষদ সভায় বিএসইসির বিধি অনুসারে চারটি কমিটি গঠনের পাশাপাশি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে

প্রসঙ্গত, বছরের ২২ জানুয়ারি বিএসইসির ৭১৫তম কমিশন সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট) বিধিমালা, ২০১৭-এর বিধি ১৭()-এর অধীনে তিন বছরের জন্য সিসিবিএলের সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়টি অনুমোদন করা হয় এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট) বিধিমালা ২০১৭ চূড়ান্ত করা হয় বিধিমালা অনুসারে সিসিবিএলের ন্যূনতম পরিশোধিত মূলধন ৩০০ কোটি টাকা এর মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা থাকবে সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে সিসিবিএলে ডিএসইর ৪৫ শতাংশ, সিএসইর ২০ শতাংশ, ব্যাংকের ১৫ শতাংশ, সিডিবিএলের ১০ শতাংশ কৌশলগত অংশীদারের ১০ শতাংশ শেয়ার থাকবে

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন