করোনা উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু

বণিক বার্তা ডেস্ক

ফেনী, মেহেরপুর, ঝিনাইদহ, ময়মনসিংহ পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে গতকাল সোমবার রাতে তাদের মৃত্যু হয় প্রতিনিধিদের পাঠানো খবর

ফেনী: জ্বর শ্বাসকষ্ট নিয়ে জেলায় তিনজনের মৃত্যু হয়েছে মারা যাওয়া দুজন মুক্তিযোদ্ধা একজন নারী এদের মধ্যে দুজনের বাড়ি সোনাগাজী আরেকজনের বাড়ি পরশুরামে

এলাকাবাসী জানায়, কয়েক দিন ধরে জ্বর শ্বাসকষ্টে ভুগছিলেন সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের জাহেদ চৌধুরী (৮০) দুলাল পাটোয়ারী (৭০) নামের দুই মুক্তিযোদ্ধা সোমবার রাতে দুলাল পাটোয়ারীর শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়

একই ইউনিয়নের ছড়াইতকান্দি গ্রামের মুক্তিযোদ্ধা জাহেদ চৌধুরী জ্বর-শ্বাসকষ্ট বমি নিয়ে চিকিৎসকের পরামর্শ মতে বাসায় অবস্থান করছিলেন সোমবার রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে বাড়িতে তার মৃত্যু হয়

সোনাগাজীর সদর ইউনিয়ন চেয়ারম্যান শামসুল আরেফিন করোনা উপসর্গ নিয়ে দুই মুক্তিযোদ্ধার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন মঙ্গলবার দুপুরে তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে বলে জানান তিনি

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব বলেন, তাদের পরিবারের কোনো সদস্যের মধ্যে করোনার উপসর্গ না থাকায় নমুনা সংগ্রহ করা হয়নি গতকাল দুপুরে তাদের স্বাস্থ্যবিধি মেনে গার্ড অব অনার দিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে

এদিকে সোমবার রাতে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে মারা যান জান্নাতুল ফেরদৌস নামে এক নারী তিনি পরশুরাম পৌরসভার উত্তর কোলাপাড়া গ্রামের বাসিন্দা তাকে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে

মেহেরপুর: জেলার গাংনী উপজেলার বামন্দী পশ্চিমপাড়ায় জয়নাল আবেদীন (৬৭) নামে একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়

স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নাল আবেদীন এক সপ্তাহ ধরে জ্বর শ্বাসকষ্টে ভুগছিলেন

গাংনী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম রিয়াজুল আলম বলেন, নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে করোনাভাইরাস সংক্রমণরোধে মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফনের জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে

ঝিনাইদহ: জেলার কালীগঞ্জে একই উপসর্গ নিয়ে আব্দুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয় আব্দুর রহমান হেলাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তিনি জ্বর শ্বাসকষ্টসহ বেশকিছু রোগে ভুগছিলেন

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুলতান আহমেদ জানান, রোগীর জ্বর, শ্বাসকষ্টসহ বেশকিছু রোগ ছিল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে

ময়মনসিংহ: জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ময়মনসিংহে বীরপ্রতীক আশরাফ আলী খান (৬৩) মারা গেছেন গতকাল দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, তিনদিন ধরে তিনি জ্বর শ্বাসকষ্টে ভুগছিলেন পরে অবস্থার অবনতি হলে গতকাল তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়

পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনায় করোনাভাইরাসের শ্বাসকষ্ট নিয়ে আলহাজ মোসলেম উদ্দিন মাস্টার (৬৬) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান

আলহাজ মোসলেম উদ্দিন মাস্টার উপজেলার আলীপুরা ইউনিয়নের বাসিন্দা তিনি পশ্চিম আলীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন

দশমিনা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, শ্বাসকষ্ট নিয়ে মোসলেম উদ্দিন নামে একজন গত সোমবার রাত ৩টায় হাসপাতালে ভর্তি হন গতকাল সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয় স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন