ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে যাত্রী কল্যাণ সমিতির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে গণপরিবহনের ভাড়া বৃদ্ধিকে অযৌক্তিক বলে দাবি করেছেন যাত্রী কল্যাণ সমিতি। সাধারণ মানুষের সুবিধার্থে অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটির চট্টগ্রাম মহানগর কমিটি। 

বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি। 

সমাবেশে বক্তারা বলেন, দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে গণপরিবহনের ভাড়া এক লাফে ৬০ শতাংশ বৃদ্ধির ফলে সাধারণ জনগণ চরম সংকটে পড়েছে। বিশেষত নিম্ন আয়ের মানুষের জন্য বর্ধিত ভাড়া তাদের জীবনযাত্রার ব্যয়কে আরও বাড়িয়ে দেবে। চাপিয়ে দেয়া অযৌক্তিক ভাড়া অবিলম্বে প্রত্যাহার না হলে যাত্রী কল্যাণ সমিতি সাধারণ মানুষকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনে যাবে। 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন যাত্রী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক অধ্যাপক ছৈয়দ মোক্তার উদ্দিন, সদস্য সচিব ওসমান জাহাঙ্গীর, অ্যাডভোকেট সেলিম চৌধুরী, মো. আলমগীর, মানবাধিকার কর্মী কমল বড়ুয়া বিজয় প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন