কভিড-১৯ আক্রান্ত আরো এক পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কভিড-১৯ আক্রান্ত নিরোদ চন্দ্র মণ্ডল (৫২) নামের আরো এক পুলিশ সদস্য মারা গেছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগে পল্লবী জোনে স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে কভিড-১৯ আক্রান্ত হয়ে ১৬ জন পুলিশ সদস্যের মৃত্যু হলো।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, করোনাভাইরাস পজেটিভ হওয়ায় নিরোদ চন্দ্র কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল সোমবার দুপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

তার বাড়ি ফরিদপুর জেলায়। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

পুলিশ সদস্যদের মাঝে প্রথম কভিড-১৯ শনাক্ত হয় গত ২৫ এপ্রিল। আর গত ২৮ এপ্রিল এ রোগে পুলিশ সদস্যদের মধ্যে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর পর্যায়ক্রমে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন পুলিশ সদস্য কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন