কুমিল্লায় পাসের হার কমলেও বেড়েছে জিপিএ ৫

বণিক বার্তা প্রতিনিধি কুমিল্লা

এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ৮৫ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। শিক্ষা বোর্ডে লাখ ৫৯ হাজার ৭০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে লাখ ৩৫ হাজার ৫৬০ জন। এদের মধ্যে জিপিএ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ শতভাগ উত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা।

বোর্ড সূত্র জানায়, এবারের এসএসসিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৭৬ শতাংশ, মানবিক বিভাগে ৭৬ দশমিক ৩৩ শতাংশ ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৮৩ শতাংশ। বছর হাজার ৭৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৬২টি প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে এবং কোনো প্রতিষ্ঠানে পাসের হার শূন্য নেই। গত বছর শতভাগ পাস এমন শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ১৩২টি। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮৭ দশমিক ১৬ শতাংশ এবং জিপিএ পেয়েছিল হাজার ৭৬৪ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে দশমিক ৯৪ শতাংশীয় পয়েন্ট। তবে জিপিএ বেড়েছে হাজার ৪৮১ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক . মো. আসাদুজ্জামান জানান, গণিতে গত বছর পাসের হার ছিল ৯৩ দশমিক ৭৭ শতাংশ। তবে এবার পাস করেছে ৮৮ দশমিক ৯৩ শতাংশ। অন্য বিষয়ে ধারাবাহিকতা থাকলেও গণিতে তুলনামূলক পাসের হার কিছুটা কমেছে। তবে এটাকে খারাপ বলা যাবে না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন