বারির নতুন মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম

বণিক বার্তা প্রতিনিধি, গাজীপুর

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন বঙ্গবন্ধু কৃষি পুরস্কারপ্রাপ্ত কৃষিবিজ্ঞানী ড. মো. নাজিরুল ইসলাম। গতকাল রোববার কৃষি মন্ত্রণালয়ের সচিব  মো. নাসিরুজ্জামানের কাছে যোগদানপত্র দেয়ার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। 

গত ৫ মে কৃষি মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ বলে বারির মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হন ড. মো. নাজিরুল ইসলাম।    

ড. নাজিরুল ইসলাম ১৯৬২ সালের ১০ অক্টোবর ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালের ১১ জানুয়ারি তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। এরপর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক পদে পদোন্নতি পান।

মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের আগে তিনি বারির পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

ড. মো. নাজিরুল ইসলাম ২০০৬ সালে ফিলিপাইনের ইউনিভার্সিটি অব দি ফিলিপাইন, লস ব্যানস থেকে উদ্যানতত্ত্ব ও কৌলি সম্পদ (মাইনর) বিষয়ে পিএইচডি করেন। দেশী-বিদেশী বিভিন্ন জার্নালে তার ২৭টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। 

দেশের কৃষি গবেষণায় অসামান্য অবদানের জন্য ২০১৭ সালের ১৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. মো. নাজিরুল ইসলামকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেন। দেশে নারিকেল নিয়ে গবেষণা ও উন্নয়নে তিনি তার অবদান রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন