কিশোরগঞ্জ কারাগার থেকে ১৯ কয়েদির মুক্তি

বণিক বার্তা প্রতিনিধি কিশোরগঞ্জ

নভেল করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কিশোরগঞ্জ কারাগার থেকে ১৯ কয়েদিকে মুুক্তি দেয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় লঘুদণ্ডপ্রাপ্ত এসব কয়েদিকে মুক্তি দেয়া হয়।

কারাগার সূত্র জানায়, দেশজুড়ে কারাগারে নভেল করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় সরকার কিছু কারাবন্দিকে মুক্তি দেয়ার উদ্যোগ নিয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী কিশোরগঞ্জ কারাগারে যারা ছয় মাস থেকে এক বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হয়ে সাজা ভোগ করে আসছিলেন এবং যারা বয়স্ক, অচল, বৃদ্ধ অসুস্থ তাদের মধ্যে থেকে যাচাই-বাছাই করে ১৯ জনকে ফৌজদারি কার্যবিধির ৪০১ () ধারার প্রদত্ত ক্ষমতাবলে অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করে মুক্তি দেয়া হয়।

কিশোরগঞ্জের জেল সুপার মো. বজলুর রশিদ জানান, সরকারিভাবে সংশ্লিষ্ট বিষয়ে নির্দেশনা এলে আমি নিয়ম অনুযায়ী ৩১৫ জনের তালিকা পাঠাই। সেখান থেকে যাচাই-বাছাই শেষে ১৯ জনকে মুক্তি দেয়া হয়।

 

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন