আজ পবিত্র শবে বরাত

কবরস্থান ও মাজারে জনসমাগম না করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে। এদিকে নভেল করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি চেয়ে শবে বরাতের রাতে বিশেষ দোয়া করতে এবং কবরস্থান মাজারে জনসমাগম না করার আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক আনিস মাহমুদ।

গতকাল ইফার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বে নভেল করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। বাংলাদেশেও এর প্রভাব দৃশ্যমান। পরিস্থিতিতে আজ রাতে নিজ নিজ বাসস্থানে অবস্থান করে ইবাদত-বন্দেগির জন্য আহ্বান জানানো হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে ইফার মহাপরিচালক দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষকসহ সব ধর্মপ্রাণ মুসলমানকে নভেল করোনাভাইরাসের সংক্রমণ থেকে পরিত্রাণের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন