চীনে কয়লা রফতানি শুরু করল মঙ্গোলিয়া

বণিক বার্তা ডেস্ক

মঙ্গোলিয়ার প্রধান রফতানি পণ্য কয়লা। স্থলবেষ্টিত রাষ্ট্রটি চীনের বাজারে জ্বালানি পণ্যটি রফতানি করে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে। নভেল করোনাভাইরাসের সংক্রমণের কারণে স্থল সীমান্ত বন্ধ থাকায় এক সপ্তাহ আগে চীন-মঙ্গোলিয়ার কয়লা বাণিজ্য সাময়িক স্থগিত হয়ে গিয়েছিল। তবে সীমান্ত খুলে দেয়ায় চীনের বাজারে ফের কয়লা রফতানি শুরু করেছে মঙ্গোলিয়া। খবর সিনহুয়া।

এক বিবৃতিতে মঙ্গোলিয়ার অর্থমন্ত্রী চিমেদ খুরেলবাট্টার জানান, চীন-মঙ্গোলিয়ার গাসুনসুখাইট স্থল সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি কয়লা রফতানি হয়। নভেল করোনাভাইরাসের কারণে এক সপ্তাহ ধরে সীমান্তপথে পণ্য মানুষ পারাপার বন্ধ ছিল। এখন পণ্য পারাপারে অনুমতি দেয়া হয়েছে। ফলে মঙ্গোলিয়া থেকে চীনের বাজারে জ্বালানি পণ্যটি রফতানি শুরু হয়েছে।

মহামারীর কারণে চীনের বাজারে গত মাসেও এক দফা কয়লা রফতানি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল মঙ্গোলিয়া। কমে আসে রফতানির পরিমাণও। জানুয়ারির শুরু থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত চীনের বাজারে মঙ্গোলীয় রফতানিকারকরা সব মিলিয়ে ২৯ লাখ টন কয়লা রফতানি করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৭ শতাংশ কম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন