টোয়া করপোরেশনের চুক্তি স্বাক্ষর

২০ বিলিয়ন ডলার সমমূল্যের বিনিয়োগ প্রত্যাশা বেজার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন উন্নয়নের জন্য বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষ (বেজা) জাপানের টোয়া করপোরেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চুক্তি স্বাক্ষরিত হয়।

জাপানিজ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সালেহ আহমদ সুমিতোমো করপোরেশনের ইচিরো তাকাহাশি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব . আহমদ কায়কাউস, বিশেষ অতিথি ছিলেন জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি হিরাতা হিতোশি, বাংলাদেশে জাপান দূতাবাসের মিনিস্টার মি. হিরোয়ুকি ইয়ামায়া, জেট্রো বাংলাদেশের প্রধান প্রতিনিধি মি. ইউজি আন্ডো টোয়া করপোরেশনের এক্সিকিউটিভ অফিসার মাসাকি উয়েমাতসু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

অনুষ্ঠানের বক্তারা বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক হাজার একর জমির ওপর জাপানি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। এটি হবে দেশের প্রথম জিটুজিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল। পরিকল্পনা সামনে রেখে ৫০০ একর জমির অধিগ্রহণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

বেজা আশা করছে, ওই অর্থনৈতিক অঞ্চল চালু হলে সেখানে প্রায় ২০ বিলিয়ন ডলার সমমূল্যের জাপানি বিনিয়োগ আনয়ন করা সম্ভব হবে, যার অধিকাংশই হবে জাপানের বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর। এর ফলে দক্ষ জনশক্তি তৈরি ছাড়াও প্রযুক্তি স্থানান্তরের ক্ষেত্র সম্প্রসারিত হবে। এছাড়া শিল্পবর্জ্য অপসারণ করার জন্য অঞ্চলে নির্মাণ করা হবে রিসাইক্লিং প্লান্ট। টোয়া করপোরেশন চুক্তির অনুকূলে ভূমি উন্নয়ন, সীমানাপ্রাচীর, সংযোগ সড়ক, সংরক্ষণ জলাধার পাওয়ার প্লান্ট নির্মাণ করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন