জিয়া-এরশাদ-খালেদারা ধর্ম নিয়ে রাজনীতি করেছে: নৌ প্রতিমন্ত্রী

বণিক বার্তা অনলাইন

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জিয়া-এরশাদ ও খালেদা জিয়ারা ধর্মকে নিয়ে রাজনীতি করেছে। বার বার ধর্মকে ব্যবহার করেছে।’

আজ শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের গহিমন নেছা দাখিল মাদরাসার চার তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ৯০ ভাগ মানুষকে বিএনপি বারবার বিপথগামী করার চেষ্টা করেছে। কিন্তু ফাইনালি বিপথগামী করা যায়নি।’

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি বার বার ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাছিলের চেষ্টা করেছে। তারা বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় এলে মসজিদে উলুধ্বনি শোনা যাবে, আমরা কোনদিনও কি শুনছি! বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ ১১ বছর ধারাবাহিক ভাবে ক্ষমতায় আছেন এবং এর আগে পাঁচ বছর ছিল, আপনারা কখনো উলুধ্বনি শুনেছেন? এটা একটা মিথ্যা, মানুষকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র। এরা সঠিক ইসলামের ধারক-বাহক না, ইসলামকে ব্যবহার করাই এদের মূল লক্ষ্য।’

মাদরাসার সভাপতি মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা প্রসাশক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেন। স্থলবন্দর উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভায় যোগ দেন। সভায় প্রতিমন্ত্রী সভাপতিত্ব করেন। এতে স্থানীয় জনপ্রতিনিধি এবং বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন