বিনা মূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন পরিচালনা সেনাবাহিনীর

শীতকালীন প্রশিক্ষণ ২০১৯-২০-এর অংশ হিসেবে সেনাবাহিনীর সাভার অঞ্চলের আয়োজনে ও রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্মস (আরভিঅ্যান্ডএফ) ডিপোর সার্বিক ব্যবস্থাপনায় গত রোববার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা উচ্চ বিদ্যালয় ও গত মঙ্গলবার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বেসামরিক ব্যক্তিদের গবাদিপশু ও হাঁস-মুরগির চিকিত্সাবিষয়ক ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করা হয়। আরভিঅ্যান্ডএফ ডিপো সাভারের তত্ত্বাবধানে এবং দেশের সব উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় আজগানা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৬৫৫টি গরু, ১২৯টি ছাগল ও ভোড়া, ১০৭৫টি হাঁস-মুরগি, ১২০টি কবুতর, পাঁচটি টার্কি এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩৪২টি গরু, ৬৮৮টি ছাগল ও ভেড়া, দুটি ঘোড়া, ১ হাজার ১৯২টি হাঁস-মুরগি, ৫৪৫টি কবুতর ও ২৪টি টার্কিকে বিনা মূল্যে টিকা, ওষুধ বিতরণ ও চিকিত্সাসেবা দেয়া হয়। এছাড়া গরু মোটাতাজাকরণ বিষয়ক পরামর্শ প্রদান, ঘাস চাষ, গবাদিপশু পালন, খামার ব্যবস্থাপনাসহ গবাদিপশুর সাধারণ রোগের লক্ষণ ও প্রতিকার বিষয়ে পরামর্শ দেয়া হয়।

উল্লেখ্য, আজ গাজীপুরের কালিয়াকৈর এলাকার জাথালিয়া আলাল সিকদার উচ্চ বিদ্যালয়, ১২ জানুয়ারি গাজীপুরের কাপাসিয়া এলাকার দেইলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও ১৪ জানুয়ারি নরসিংদীর শিবপুরের দত্তেরগাঁও মধ্যপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভেটেরিনারি ক্যাম্পেইন পরিচালনা করা হবে।আইএসপিআর

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন