খুলনা অঞ্চলের ৯ পাটকলে আগামীকাল থেকে ধর্মঘট

বণিক বার্তা প্রতিনিধি, খুলনা

পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, মজুরি কমিশন বাস্তবায়ন করাসহ ১১ দফা দাবিতে ধর্মঘটে যাচ্ছে শ্রমিকরা। আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট পালনের ডাক দিয়েছে শ্রমিকরা। এ ধর্মঘটের সমর্থনে আজ সোমবার সকালে শ্রমিকরা মিলগুলোতে পৃথক গেট সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বিক্ষোভ কর্মসূচির ফলে খুলনা যশোর মহাসড়কের ৪টি পয়েন্টে আধাঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে। এর ফলে মহাসড়কে যানবাহন চলাচল থমকে যায়। খুলনা-যশোরের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলে এ কর্মসূচি পালিত হয়েছে।

রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ- নন সিবিএ সংগ্রম পরিষদের ডাকে ছয়দিনের কর্মসূচির তৃতীয় দিন সোমবার সকাল ৯টা থেকে মিলগুলোতে গেট সভা শুরু হয়। খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকার শ্রমিক-কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন।

খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর ও দৌলতপুর, দিঘলিয়া শিল্পাঞ্চলের স্টার, আটরা শিল্পাঞ্চলের আলীম ও ইস্টার্ন এবং নওয়াপাড়া শিল্পাঞ্চলের কার্পেটিং ও  জেজেআইর শ্রমিকরা স্ব স্ব মিল গেটে সমবেত হয়। সেখানে পৃথক গেট সভা শেষে বিক্ষোভ মিছিল বের হয়। খালিশপুরের ৪টি মিলের শ্রমিকরা মিছিল নিয়ে বের হয়ে নতুন রাস্তা মোড়ে এসে এক হয়ে যায়। এরপর মিছিলটি দৌলতপুর ঘুরে নতুন রাস্তা হয়ে আবার স্ব স্ব মিলে গিয়ে শেষ। এ সময়ে নতুন রাস্তা থেকে দৌলতপুর পর্যন্ত এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়। 

একইভাবে আটরা শিল্প এলাকায় আলিম জুট মিলের সামনে ও নওযাপাড়া শিল্প এলাকায় রাজঘাট এলাকায় খুলনা যশোর মহাসড়কেও শ্রমিক বিক্ষোভ চলাকালে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

পৃথক গেট সভায় বক্তৃতা করেন রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদর যুগ্ম আহবায়ক মুরাদ হোসেন, সোহরাব হোসেন, প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, খালিশপুর জুট মিল সিবিএর সভাপতি আবু দাউদ দ্বীন মাহাম্মদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম শেখ, শ্রমিক নেতা কাওসার আলী মৃধা, খলিলুর রহমান, সেলিম আকন, স্টার জুট মিলের সিবিএ’র সভাপতি বেল্লাল মল্লিক, সিবিএ’র সাধারণ সম্পাদক আ. মানান, আবু হানিফ, গাজী জিয়াউর রহমান, আটরা শিল্পা এলাকার আলীম ও ইস্টার্ন জুট মিলের সমাবেশে আলীম জুট মিলর সিবিএ সভাপতি সাইফুল ইসলাম লিঠু, সাধারণ সম্পাদক আ. হামিদ সরদার, মুজিবর রহমান, মকবুল হোসেন, ইস্টার্ন জুট মিলের মো. আলাউদ্দীন, এস এম জাকির হাসেন, তবিবর রহমান, আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম, লিয়াকত হোসেন।

উল্লেখ্য, তিন ডিসেম্বর ভোর ৬টা থেকে ৪ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা মিলে ধর্মঘট ও বিকাল ৪টায় স্ব স্ব মিল গেটে শ্রমিক সমাবেশ, ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় গেট সভা, ১০ ডিসেম্বর সকাল ৮টা থেকে অমরণ অনশন কর্মসূচি পালন করবে রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন