সারা দেশে বিজয় দিবস উদযাপন

বণিক বার্তা ডেস্ক

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৪৯তম মহান বিজয় দিবস। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে দিবসটি উদযাপন করা হয়।

নয় মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। সে বিজয়ের ৪৮তম বার্ষিকীতে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে দিনটি উদযাপন করা হয়।

সাভার জাতীয় স্মৃতিসৌধে সকাল সাড়ে ৬টার পর ফুল দেয়ার মাধ্যমে মহান স্বাধীনতা সংগ্রামের মুক্তিসেনানীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিন বাহিনীর একটি চৌকস দল সময় সামরিক কায়দায় সালাম জানায়। শহীদদের স্মরণে বিউগলে বাজানো হয় করুণ সুর। কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে জাতির বীর সন্তানদের স্মরণ করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের সভাপতি হিসেবে পরে দলের নেতাকর্মীদের নিয়ে আবারো স্মৃতিসৌধে ফুল দেন শেখ হাসিনা। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীও শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বীরশ্রেষ্ঠদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধান কূটনীতিকরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা জ্ঞাপনের পর জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা জ্ঞাপনে ফুলে ফুলে ছেয়ে যায় স্মৃতিসৌধের বেদি।

পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৯তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় দিবস প্যারেড অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশ সেনা, নৌ বিমান বাহিনীর বিভিন্ন কন্টিনজেন্ট, মুক্তিযোদ্ধা, বিভিন্ন আধা সামরিক বাহিনী, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আকর্ষণীয় প্যারেডে অংশ নেয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় চার নেতা এবং সাত বীরশ্রেষ্ঠর প্রতিকৃতি দিয়ে প্যারেড গ্রাউন্ড সাজানো হয়।

সকাল ১০টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক তিন বাহিনীর প্রধান তাকে স্বাগত জানান। এর আগে ১০টা ২৮ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, সংসদ সদস্য তিন বাহিনীর প্রধান তাকে স্বাগত জানান।

মুক্তিযুদ্ধবিষয়ক

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন