কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নাগরিক নিহত

বণিক বার্তা প্রতিনিধি কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ভারতের এক নাগরিক নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকায় ঘটনা ঘটে। তবে তার পরিচয় জানা যায়নি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে উলিপুর উপজেলার সাহেবের আলগা সীমান্তের ডিগ্রির চরের চুলকানির খাল নামক এলাকার নোম্যানস ল্যান্ডের কাঁটাতারের কাছে যান ভারতের এক নাগরিক। সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যায়। নিহতের পরিচয় জানা যায়নি।

বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ বলেন, নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক বলে জানতে পেরেছি। তিনি জিরো লাইনে ভারতীয় অংশে কাঁটাতারের কাছে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আমরা বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানিয়েছি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন