সংসদীয় কমিটিকে মালিকপক্ষের প্রতিশ্রুতি

নিয়োগপত্র পাবেন পরিবহন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

পরিবহন শ্রমিকদের (চালক-হেলপার) নিয়োগপত্র দিতে সম্মত হয়েছে মালিকপক্ষ। গতকাল শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে শ্রমিকদের নিয়োগপত্র প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে মালিকপক্ষ। শ্রমিকপক্ষের প্রতিনিধিরাও নিয়োগপত্র গ্রহণে সম্মত হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংসদীয় কমিটির সভাপতি মো. মুজিবুল হকের সভাপতিত্বে গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মো. ইসরাফিল আলম এবং শামসুন নাহার অংশ নেন। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সংসদ সদস্য শাজাহান খান, সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্লাহসহ মালিক-শ্রমিক প্রতিনিধিরা সময় উপস্থিত ছিলেন।

পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান ব্যক্তিমালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল বোর্ডের কার্যক্রম নিয়ে গতকালের সংসদীয় কমিটির বৈঠকে মালিক শ্রমিক প্রতিনিধিদের ডাকা হয়।

বৈঠকসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়োগপত্র দেয়া-নেয়া নিয়ে মালিক-শ্রমিক দুই পক্ষই একে অন্যকে দোষারোপ করে। শ্রমিকপক্ষ অভিযোগ করে, মালিকরা তাদের নিয়োগপত্র দিতে অনীহা প্রকাশ করে। কারণ হিসেবে তারা বলেন, মালিকপক্ষ মনে করে দুর্ঘটনা বা অন্য কোনো সমস্যা হলে তার দায় তাদের ওপর বর্তাবে। বিপরীতে মালিক প্রতিনিধিরাও পাল্টা অভিযোগ তুলে বলেন, শ্রমিকরা ঘন ঘন কোম্পানি পরিবহন পরিবর্তন করেন। যে কারণে তারা নিয়োগপত্র নিতে চান না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন