বিরোধীদলীয় নেতার আহ্বানে জমেনি ভেনিজুয়েলার গণবিক্ষোভ

বণিক বার্তা ডেস্ক

 প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে রাস্তায় অনির্দিষ্টকাল বিক্ষোভ করতে নিজ সমর্থকদের গত শনিবার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা  হুয়ান গুয়াইদো মাদুরো সরকারের পতনের জন্য পরিকল্পিত আহ্বানে তেমন একটা সাড়া মেলেনি খবর রয়টার্স

এদিকে ভঙ্গুর অর্থনীতি, এক গুচ্ছ মার্কিন নিষেধাজ্ঞা সম্প্রতি সরকারবিরোধী ব্যাপক গণবিক্ষোভ সত্ত্বেও ক্ষমতায় টিকে আছেন মাদুরো অন্যদিকে বিরোধীদলীয় নেতার আহ্বানে অল্পসংখ্যক মানুষকে রাস্তায় নামতে দেখা গেছে তবে অকার্যকর সরকারি গণপরিবহন ব্যবস্থা, বিদ্যুৎ পানিস্বল্পতা এবং ক্রমবর্ধমান অতিউচ্চ মূল্যস্ফীতিতে নিজেরা দিশেহারা বলে জানিয়েছেন রাস্তায় নামা কিছু বিক্ষোভকারী

গতকাল সরকারবিরোধী বিক্ষোভে এত কম সাড়া দেয়া সম্পর্কে এক বিক্ষোভকারী জানান, জনগণকে রাস্তায় নামানোর সক্ষমতা আমাদের কমেছে এটি সম্পর্কে আমরা সচেতন তবে জনগণের প্রতি আমাদের গুরুত্বপূর্ণ বার্তা হলো, আমাদের রাস্তায় নামার বিকল্প নেই ২২ বছর বয়সী এস্টেফানি সেরভো নামে বিক্ষোভকারী বলেন, এখন এতটা মানুষ বিক্ষোভে অংশ না নিলেও শিগগিরই আমরা বেশি মানুষকে রাস্তায় নামাতে পারব বলে মনে করি

এদিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থীর একটি র্যালি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত ছাড়াই শেষ হয় তবে বিপুলসংখ্যক পুলিশ ব্যারিকেডের বাধা অতিক্রম করে নিজেদের পরিকল্পনা অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পৌঁছতে পারেনি র্যালিটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন